সিলেটের টুকরো খবর

নগরীতে ধর্ষণ মামলার আসামী দুদুর মৃত্যু নিয়ে রহস্য

সিলেট নগরের বনকলাপাড়া এলাকায় দুদু খান নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নগরের বন কলাপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত দুদু খান স্বেচ্ছাসেবক লীগ কর্মী ছিলেন। তিনি এক সময় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, স্থানীয় কাউন্সিলর আফতাব হোসেন খানের অনুসারী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে এলাকায় ডাকাত পড়েছে বলে বন কলাপাড়া এলাকার শাহ রুমি মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। এ ঘোষণা শুনে এলাকাবাসী জড়ো হয়ে বন কলাপাগড়ার গোলাপ পয়েন্টে দুদুকে পিটিয়ে হত্যা করেন। দুদু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ করা হয়।

অপরদিকে দুদু খানকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি করেছেন তার ভাই হাসিম খান ও বোন মায়ারুন নেছা।

হাসিম খান ও বোন মায়ারুন নেছা অভিযোগ করেন, বুধবার রাত ১১টার দিকে নিউ সাদিয়া টেলিকম নামে দোকানে বড় ভাই দুদু খানের ওপর হামলা চালায় ছাত্রদল নেতা কালা জামালসহ ১০-১২ জনের একটি দল। দোকানটির মালিক দুদু খান নিজেই। এর আগে দুদু খানের ছোট ভাই জুয়েল খানের মাথায় অস্ত্র ঠেকিয়ে বিকাশের পিন নম্বর নিয়ে লক্ষাধিক টাকা লুটে নেয় তারা।

দুদু মিয়া স্বেচ্ছাসেবক লীগের কর্মী হওয়ায় ছাত্রদল ও জামায়াতের কর্মীরা পরিকল্পিতভাবে তাকে খুন করেছে বলে দাবি করেন নিহতের ভাই-বোন।

এলাকাবাসী জানান, নিহত দুদুর বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। গত পহেলা বৈশাখের পরের দিন বন কলাপাড়ায় সংঘটিত একটি ধর্ষণ মামলার আসামি দুদু। তিনি নিজেকে স্বেচ্ছাসেবক লীগ কর্মী ও কাউন্সিলরের লোক হিসেবে এলাকায় পরিচয় দিতেন বলে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানিয়েছেন।

বিমানবন্দর থানার ওসি শাহাদত হোসেন জানান, দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়। আর এখন পর্যন্ত এঘটনায় কোনো মামলা হয়নি। এছাড়াও ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরও সংবাদ

Close