শীর্ষ খবর
মাস্ক-সেনিটাইজারের দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনাকে পুঁজি করে যারা মাস্ক-সেনিটাইজারের দাম বাড়াবে, বিরুদ্ধে অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
দলের ২১তম জাতীয় সম্মেলনের পর সোমবার রাতে দলের প্রথম কার্যনির্বাহী সভার বৈঠকের বিষয়বস্তু জানাতে সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘কতিপয় অসাধু ব্যবসায়ী মাস্ক, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার, সাবান, মজুত করে অবৈধ মুনাফা অর্জনের চেষ্টা করছে। এসব পণ্যের মূল্য কয়েকগুণ বাড়িয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। আমি স্পষ্ট করে বলতে চাই, সরকারের বিভিন্ন সংস্থা ইতোমধ্যে এসবের বিরুদ্ধে অভিযান চালানো শুরু করেছে। তা আরও জোরদার করা হবে।’
করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর বিস্তারিত কর্মসূচি নিয়েছে। সব স্থলবন্দরেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী। বিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছে, এই রোগে আক্রান্তদের মধ্যে শতকরা ৩ ভাগ লোক মৃত্যুবরণ করেছে। সুতরাং এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’