শীর্ষ খবর
২৪ ঘন্টায় আক্রান্ত ৩০৯ : মৃত্যু ৯ জনের
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩০৯ জন আক্রান্ত হয়েছেন। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জনে।
২৪ ঘন্টায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩ হাজার ৪২২ জনের। পরীক্ষা করা হয় ৩ হাজার ৩৩৭ জনের। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী। এদের মধ্যে তিনজনের বাসা ঢাকার, ছয়জন ঢাকার বাইরের। নিহতের মধ্যে সাতজনের বয়স ৭০ বছরের উপরে, ৬০ বছরের উপরে একজন ও ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন।
তিনি জানান, এখন পর্যন্ত ৬০টি জেলার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে বরিশালের ভোলা ও রাজশাহীর নাটোর এ তালিকায় যুক্ত হয়েছে। এখন পর্যন্ত যে চারটি জেলা বাদ আছে তা হলো- রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদাহ ও সাতক্ষীরা।