শীর্ষ খবর
বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকার শেখার আছে
আমেরিকারও বাংলাদেশের নির্বাচন থেকে শেখার আছে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, সেখানে তারা ৪/৫ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না। বাংলাদেশ আমরা ইভিএমের মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর আইইএস স্কুলে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ভোটদান শেষে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির অভিযোগ ভিত্তিহীন জানিয়ে তিনি বলেন, আমি সকাল থেকে প্রিজাইডিং অফিসার এবং কন্ট্রোল রুম এর মাধ্যমে খোঁজখবর নিয়েছি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নির্বাচন পরিপন্থী কোনো ঘটনা ঘটেনি।
সিইসি বলেন, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোটার উপস্থিতি কম প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটার যাবে কি না যাবে এটা তাদের বিষয়ে, নির্বাচন কমিশন শুধু ভোটের ব্যবস্থাপনা দেখবে। বিভিন্ন কারণেই ভোটার উপস্থিতির কারণ কম হতে পারে, এ বিষয়ে বিশেষজ্ঞরা বলতে পারবেন।