ভিন্ন খবর
শুধু রক্তই খায় না গায়ে প্রস্রাবও করে মশা!
কানের কাছে গুণগুণ শব্দ করে গান শোনায়! তারপর সুযোগ বুঝে বসে পড়ে গায়ের উপর। বসেই সুইয়ের মতো নল ঢুকিয়ে রক্ত খাওয়া শুরু করে। এতটুকু আমরা সবাই জানি।
কিন্তু রক্ত খাওয়ার সময় মশা আপনার গায়ে প্রস্রাবও করে! বিশ্বাস না হলেও সত্যি!
কারন মশারা যখন রক্ত খায়, তখন তারা তাদের দেহের ওজন দ্বিগুণ বা তিনগুণ করতে পারে। রক্ত পুষ্টি সরবরাহ করে তবে এতে পটাসিয়াম ক্লোরাইডের মতো অতিরিক্ত পরিমাণে লবন থাকে। মশার কিডনিও রয়েছে (ম্যালপিঘিয়ান নলগুলি) যা তাদের শরীরের তরল থেকে অতিরিক্ত লবণ এবং জল নির্গত করে। তাই মশা রক্তের গ্রহণের সাথে সাথে তারা বর্জ্য পণ্যগুলি নিষ্পত্তি করার জন্য প্রস্রাব করে।
এছাড়া গবেষণায় দেখা গেছে মশার এই প্রস্রাব পরীক্ষার মাধ্যমে মশা থেকে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগের পরীক্ষা নিরিক্ষা করা সম্ভব। ফলে এসব রোগের প্রাদুর্ভাবও কমিয়ে আনা যেতে পারে প্রশ্রাব পরীক্ষার মাধ্যমে।