সিলেটের টুকরো খবর

বিয়ানীবাজারের বীর মুক্তিযোদ্ধা সইদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বিয়ানীবাজার থেকেঃ হাজার মানুষের শেষ শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে চির বিদায় জানানো হল মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বিয়ানীবাজার পৌর কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সইদ আলীকে।

বৃহস্পতিবার বেলা সোয়া ২ টায় শ্রীধরা নবাং শাহী ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিপুল সংখ্যক লোক শরিক হন। পরে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এরআগে পুলিশের একটি চৌকশ দল তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।

বীর মুক্তিযোদ্ধা শহিদ আলীর জানাজায় শরিক হন, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হবিব আলী, আহমদ হোসেন বাবুল, মোহাম্মদ জাকির হোসেন, হারুনুর রশীদ দিপু প্রমুখ।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা শহিদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। এক শোক বার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এছাড়াও শোক প্রকাশ করেছেন, সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরও সংবাদ

Close