সিলেটের টুকরো খবর
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শাবিতে মানববন্ধন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধনে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতার সময় পরাজিত শক্তিরা গত ৫০ বছরে দিনে দিনে শক্তি সঞ্চয় করেছে। বিভিন্ন জায়গায় নিজেদের অবস্থান তৈরি করে এখন জাতির পিতার ভাস্কর্য ভাঙচুর করছে তারা। পরাজিত শক্তি বসে নেই, তারা বিভিন্নভাবে মাথাচাড়া দিচ্ছে। তাদেরকে প্রতিহত করতে হবে। তাদের বিচার করতে হবে। বঙ্গবন্ধুকে মেনে নিয়ে এদেশে থাকতে হবে, অন্যথায় তাদের এদেশ থেকে বের হয়ে যেতে হবে।
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আজ রোববার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের বঙ্গবন্ধু চত্বরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে বিভিন্ন বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান ও বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল গনি।