আজকের সিলেট

সড়ক সংস্কারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

আজকের সিলেট প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজারে স্থানীয় অটোরিকশা চালকদের ব্যানারে তাদের অফিসের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পিচঢালা উঠে গিয়ে রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়কে অসংখ্য ছোটবড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে, এ সড়ক দিয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী, চালকসহ এলাকাবাসীকে। এ ভোগান্তি দীর্ঘদিনের হলেও সড়কটি সংস্কার করা হচ্ছে না। বক্তারা অবিলম্বে সড়কটি সংস্কারের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

অটোরিকশা চালক সেবুল মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য আমির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বেবী কেয়ার একাডেমীর চীফ ডিরেক্টর মুহিবুর রহমান সুইট ও ব্যবসায়ী মোজাহীদ আলী।

মানববন্ধনে অন্যদের মধ্যে অংশ নেন- ইউপি সদস্য সিরাজ উদ্দিন, এলাকার আবদুল মালিক, আখলিছ হোসেন, আবুল মিয়া, ব্যবসায়ী শফিক মিয়া, গিয়াস উদ্দিন, আবদুন নুর রাকিব আলী, জিয়াউর রহমান, জুবায়ের আহমদ জুবেদ, আলী হোসেন, আলী আহমদ, রুশন আলী, সংগঠক মঈন উদ্দিন, আশিকুর রহমান, অটোরিকশা চালক ফখর উদ্দিন, আশিক মিয়া, লিয়াকত আলী, মঈন উদ্দিন, কবির আহমদ, আবদুর রব, ছুরত মিয়া, দুলাল মিয়া, মনোয়ার হোসেন, ফারুক মিয়া, আফিক আলী, মোশাহীদ আলী, আজাদ মিয়া, দিদার মিয়া, আরজু মিয়া, হেকিম উদ্দিন প্রমুখ।

আরও সংবাদ

Close