আজকের সিলেট

সিলেটে ৩২ জনের করোনা শনাক্ত : সুস্থ ১০৮

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮০৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৯৬৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৫৬, হবিগঞ্জে ১ হাজার ৭৬৪ এবং মৌলভীবাজারে ১ হাজার ৭২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

একই সময়ে সুস্থ হয়েছেন ১০৮ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৭১ জন, সুনামগঞ্জের ৩৩ জন এবং হবিগঞ্জের ৪ জন রয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮০১ জন। এরমধ্যে সিলেট জেলার ৫ হাজার ৬২৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৩৫ জন, হবিগঞ্জে ১৩৩৮ জন এবং মৌলভীবাজারের ১৬০৩ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২০ জন। এরমধ্যে সিলেট জেলার ১৫৯ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারের ২১ জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

আরও সংবাদ

Close