শীর্ষ খবর

সিনেমা হল নির্মাণে হাজার কোটি টাকার তহবিল

উপজেলা পর্যায়ে সিনেমা হল নির্মাণে সরকার এক হাজার কোটি টাকার তহবিল গঠন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখার জন্য তার সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

আজ ১৭ জানুয়ারি, রবিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘চলচ্চিত্র বাংলাদেশে বিনোদনের অন্যতম মাধ্যম। সবার যেন কল্যাণ হয় সেই লক্ষ নিয়েই চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট নীতিমালা করা হয়েছে।’

বাংলাদেশের চলচ্চিত্র যেন দেশের বাইরেও যেতে পারে সেজন্য সংশ্লিষ্টদের মান রক্ষা করে কাজ করার পরামর্শ দেন তিনি। সেইসাথে চলচ্চিত্রের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘এক হাজার কোটি টাকার ফান্ড তৈরি করা হয়েছে যার মাধ্যমে বন্ধ সিনেমা হলগুলো চালু ও আধুনিকায়ন করা হবে।’

আরও সংবাদ

Close